• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১১, ২০১৬

(সংবাদদাতা) হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুরে বালু বোঝাই ট্রাকের সাথে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর নূর  (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
নিহত নূর  গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটির চালক ছিলেন। তিনি শায়েস্তাগঞ্জের পাইকপাড়ার সুরত আলীর পুত্র। আহতরা হলে মনির মিয়া (২২), ইমন মিয়া (১৮) আহতদের মধ্যে ইমন মিয়া (১৮)কে  গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অপর একজনের পরিচয় জানা যায় নি।
মাধবপুর থানার এসআই গিয়াস উদ্দিন খান ঘটনাস্থল থেকে দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে বালু বোঝাই ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৭৬৯৫)  এর সাথে বিপরীতমুখী গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-১৬৩৯) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।