• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মামলা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১০, ২০১৬

স্টাফ রিপোর্টার :
কাগজপত্র জালিয়াতি করে সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি দখলের প্রতারণার মামলায়  শিল্পপতি রাগীব আলীর আত্মীয় ও একান্ত সহচর বলে পরিচিত দেওয়ান মোস্তাক মজিদকে কারাগারে  পাঠিয়েছেন আদালত। সোমবার (১০ অক্টোবর) দুপুরে তিনি আত্মসমপর্ন করে জামিন চাইলে  সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জানের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে আসামিপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবদুল খালিক, রেজাউল করিম, এমাদউল্লাহ শহীদুল ইসলাম প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট শামসুল ইসলাম, মাহফুজুর রহমান, জসিম উদ্দিন প্রমুখ। ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অন্যদিকে প্রতারণার মামলায় রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের দেওয়ান মোস্তাক মজিদ, তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে স্থায়ী জামিনে আছেন পঙ্কজ কুমার গুপ্ত।
আর গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী।