কদমতলী স্বর্ণশিখা সমাজ কল্যান সমিতির উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যা ৭টায় কমিটির আহবায়ক রেজাউল ইসলামের বাসায় সভা অনুষ্ঠিত হয়। কদমতলী স্বর্ণশিখা সমাজ কল্যান সমিতির আহবায়ক রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, মো. নাসির আহমদ, সাংবাদিক রাশেদুল ইসলাম সোয়েব, সাংবাদিক এম. এ. মালেক, সাংবাদিক মনছুর আলী মাছুম, খালেকুর নূর রাসেল, আলোমগীর হোসেন, জুবেদ আহমদ, তুহিন আহমদ, মনির আহমদ, শিপু বকত, ফরহাদ রহমান, বাপ্পি আহমদ, ইয়ামিন আহমদ, সাজাই, হাবিব, পাপ্পু আহমদ প্রমূখ। সভায় জানানো হয় কদমতলী স্বর্ণশিখা সমাজ কল্যান সমিতির পূনাঙ্গ কমিটি গঠন করা হবে। সেই লক্ষে আগামী ১৪ অক্টোবর (শুক্রবার ) রাত ৮ টায় স্বর্ণশিখা সমাজ কল্যান সমিতির কার্যালয়ে যথা সময় উপস্থিত থাকার জন্য সকল আহবায়ক কমিটির সদস্য বৃন্দদের অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি।