• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ডাকাতি

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৬

দক্ষিণ সুরমা প্রতিনিধি :: দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁওয়ের ছনুপাড়া গ্রামের যুবলীগ নেতার বাড়ীতে হানা দিয়েছে হাফপ্যান্ট পরিহিত ডাকাত দল। এ ব্যাপারে ইউনিয়নের যুবলীগের সভাপতি সাহেদ আহমদ বাদী হয়ে  ৯ অক্টোবর রোববার দক্ষিণ সুরমা থানায় অজ্ঞানামা আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১০। গত ৮ অক্টোবর শনিবার দিনগত রাত আড়াইটার দিকে ডাকাতরা মোল্লারগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহেদ হোসেনের বাড়ীতে হানা দেয়। এসময় তারা স্বর্ণালংকার, নগদ টাকা, কয়েকটি মোবাইল ফোনসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।  শাহেদ হোসেন জানান, রাত অনুমানিক আড়াইটার দিকে  রান্না ঘরের জানালার গ্রীল কেঁটে ঘরে প্রবেশ করে ২০-২৫জনের হাফপ্যান্ট পরিহিত একদল ডাকাত। তারা ঘরে ডুকেই অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। ডাকাতরা ২১ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা, ৭০০ পাউন্ট ৫টি মোবাইল ফোন, একটি ল্যাপটপসহ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতদের সবাই মুখোশধারী ও হাফপ্যান্ট পরা ছিল এবং তাদের সাথে আগ্নেয়াস্ত্রও ছিলো। এদিকে ডাকাতির খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের এডিসি (দক্ষিণ) জেদান আল মুসাসহ দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্মকর্তারা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।