মৌলভীবাজার প্রতিনিধি ::::
জেলার শ্রীমঙ্গলে কীটনাশক পানে রতন চাষা (২২) নামে এক চা শ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সারে ৮টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের চা শ্রমিক বকুল চাষার ছেলে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার রাতে রতন কীটনাশক পান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে প্রেরণ করে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।