জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, সন্ত্রাসীদের কোন দল নেই। তারা দেশ ও জাতির শত্রু। খাদিজার উপর যে বর্বরোচিত নিষ্ঠুর নৃশংস হামলা হয়েছে তা ধিক্কার জানানের ভাষা আমার নেই। সন্ত্রাসীরা যে কোন সময় বর্বরোচিত হামলা চালাতে পারে। এসব কাজ করতে তাদের হৃদয় কাঁপেনা। খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুল একজন নরপশু। তাকে দ্রুত বিচার আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য জোর দাবী জানান। আমি দোয়া করি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে খাদিজা আমাদের মধ্যে আবার ফিরে আসুক।
শুক্রবার বিকেল ৩টায় তেমুখী বাইপাস পয়েন্টে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষা দিতে গিয়ে সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রি ২য় বর্ষের ফাইনাল পরীক্ষার্থী, মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বরোচিত নিষ্ঠুর নৃশংস হামলাকারী সন্ত্রাসী বদরুলের ফাঁসির দাবীতে বৃহত্তর টুকেরবাজার সদর উপজেলার সচেতন নাগরিকবৃন্দের আয়োজিত মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর যুবলীগ নেতা, তরুণ সংগঠক মোঃ আলমগীর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি জৈবুন্নেছা হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস.এম নুনু মিয়া, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরন মিয়া, টুকেরবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুস শহিদ। সাহেবেরগাঁও সমাজকল্যাণ যুব পরিষদের সভাপতি ফটো সাংবাদিক ফুল মিয়া ও চেতনায় ৭১’ বাংলাদেশের সমন্বয়কারী সচিব মনির হোসাইনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডভোকেট আফতাব সিরাজী, এডভোকেট আতাউর রহমান আতা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম তারেক কালাম, আওয়ামীলীগ নেতা ফরহাদ বকস, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, উস্তার আলী, ছালেক আহমদ, মনফর আলী, মাসুম বিল্লাহ, মুরব্বী আব্দুস সত্তার, ব্যবসায়ী আকমল হোসেন, শ্রমিকনেতা সোহাগ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সুমন আহমদ, লোকমান আহমদ, মহানগর যুবলীগ নেতা কামাল আহমদ, ময়নুল ইসলাম, শমসুল, হাকিম, রুমন কুদ্দুস, খলিল, লোকুস, মজনু, রকিব, সিলেট জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী গোলাব, ছাত্রলীগ নেতা ফয়সল আহমদ, আমিন, তানভীর, মাজিদ, মুন্না, ইমন, সৌরভ, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা আজাদ, জয়নাল, আব্দুল আহাদ লিমন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ জালালাবাদ থানা সভাপতি জহিরুল ইসলাম সেলিম, ফটো সাংবাদিক সোহেল আহমদ, সুমন আহমদ, সেলিম আহমদ, নুরুল আমিন, ফয়সল আহমদ প্রমুখ। এছাড়াও টুকেরবাজার নয়গ্রাম সমাজকল্যাণ যুব পরিষদ, স্বপ্নছোঁয়া সমাজকল্যাণ সংস্থা, মানবাধিকার উন্নয়ন সংস্থা জালালাবাদ, সবুজ বাংলা সমাজ কল্যাণ যুব সংঘ সিলেট, টুকেবাজার বধির প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, সাহেবেরগাঁও সমাজকল্যাণ যুব পরিষদ, চরুগাঁও সমাজকল্যাণ যুব পরিষদ, প্যাসিবিক ক্লাব অব বাংলাদেশ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ জালালাবাদ, সোনালী সংঘ, নবীন জাগরণ সমাজকল্যাণ সংস্থা ইত্যাদি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি