• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় ইউপি তালামীযের সম্মেলনে সংঘর্ষে আহত ৫

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৮, ২০১৬

কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া উপজেলায় ইউনিয়ন সম্মেলনকে কেন্দ্র করে ফুলতলী পীর সমর্থিত ছাত্রসংগঠনের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপজেলার জয়চন্ডি ইউনিয়ন আল
ইসলাহ’র ৫জন নেতা আহত হয়েছেন। এ ঘটনায় জয়চন্ডি ইউপি তালামিযের সভাপতি ও সম্পাদককে বহিস্কার করেছে উপজেলা কমিটি। উপজেলার জয়চন্ডি ইউনিয়নের কামারকান্দি এলাকার হাজী আব্দুল বারি হাফিজিয়া মাদ্রাসা হলরুমে শুক্রবার গত ০৭ অক্টোবর শুক্রবার রাতে সম্মেলন চলাকালে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী শুক্রবার ছিল জয়চন্ডী ইউনিয়ন তালামীযের সম্মেলন। এতে তালামীযের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন আল ইসলাহ’র বিভিন্ন স্থরের নেতৃবৃন্দকে দাওয়াত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে হঠাৎ করে ইউপি তালামীযের সাবেক সভাপতি সাব্বির আহমদ ও সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল অতর্কিতভাবে আল ইসলাহ’র নেতৃবৃন্দের উপর হামলা চালান। এতে আহত হন, জয়চন্ডী ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি কাজী মাওলানা মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান ও যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ। হামলায় গুরুতর আহত যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। কুলাউড়া উপজেলা তালামীযের আহ্বায়ক নুরুজ্জামান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটা একটি পরিকল্পিত হামলা। হামলাকারী ইউপি তালামীযের সভাপতি-সম্পাদক পদে ছিলেন। তাদেরকে পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও তিনি জানান। এদিকে বহিষ্কৃত জয়চন্ডী ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি মো. সাব্বির আহমদ জানান, তাদের স্থানীয় কোন্দলের কারণে হামলা হয়। এখানে তালামীযের কোন সম্পৃক্ততা নেই। বহিস্কারের ব্যাপারে আমি কিছু জানিনা।#