সিলেট সুরমা ডেস্ক :::: ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে বলিউডে। ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস এসোসিয়েশন (আইএমপিপিএ) সম্প্রতি পাকিস্তানি তারকাদের ভারতে অভিনয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। যেসব ছবি আগেই শুটিং হয়ে গেছে সেগুলো পার পেলেও নতুন করে কোন সিনেমার শুটিং করা যাচ্ছে না। বলিউড কিং খান শাহরুখের বিপরীতে গ্যাংস্টার থ্রিলার ‘রয়িস’-এ অভিনয় করছেন পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খান।
সিনেমাটির কিছু দৃশ্য বাকি থাকায় বিপাকে পড়েছেন শাহরুখ। সিনেমাটির মূল অংশের দৃশ্যায়ন শেষ হয়েছে বেশ আগেই। বাকি আছে কয়েকটি দৃশ্য ও গানের শুটিং। আগের শিডিউল মতে, ওই অংশের চিত্রায়ন ভারতেই হওয়ার কথা রয়েছে। এখন তা সম্ভব নয়। এদিকে সিনেমাটির সঙ্গে একইদিন মুক্তি পাবে হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’। তাই চিত্রায়নে কোনো ধরনের খুঁত চলবে না। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কি পরিণতি হয় সিনেমাটির। শাহরুখের ‘রইস’ সিনামাটি জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।