• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খাদিজা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি- এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসকে নির্মমভাবে আহত pictureকরার ঘটনা সম্পর্কে গতকাল সন্ধ্যায় মহান জাতীয় সংসদে বক্তব্য রাখেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন এটা একটা কাপুরোচিত, বর্বরোচিত ও ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই।
তিনি তার বক্তব্যে আরো বলেন বদরুল যেই দলেরই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। শিক্ষামন্ত্রী বলেন আমি ইতিমধ্যে সিলেটের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক-কে বদরুল এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছি।
শিক্ষামন্ত্রী গতকাল রাতে স্কয়ার হাসপাতালে খাদিজা আক্তার নার্গিসকে দেখতে যান ও তার চিকিৎসকদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন। পাশাপাশি তার চাচা কুদ্দুস এর সাথে কথা বলেন। তিনি বলেন সরকার খাদিজার পরিবারের সাথে আছে, থাকবে এবং তাদেরকে নিরাপত্তা ও সবরকমের সহযোগিতা দেওয়া হবে। বিজ্ঞপ্তি