• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রতিবাদ সভা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৬

দক্ষিণ সুরমার শান্তিপূর্ন এলাকার নাম কদমতলী,এখানে বিভিন্ন জেলার মানুষ নিশ্চিন্তে ব্যবসা করছে,নেই চাঁদাবাজি কিংবা সন্ত্রাস বাহিনীর তৎপরতা,আবাসিক এলাকার ভেতর নেই কোনো মাদকের আস্তানা,কিন্তু একটি স্থানীয় দৈনিক ও কয়েকটি অনলাইন গণমাধ্যমে শান্তিময় এ জনপদকে অশান্ত করতে বিভিন্ন কুরুচিপূর্ন অপরাধের সাথে কদমতলীকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করে  অরাজক পরিস্থিতির সৃষ্ঠি করা হচ্ছে, যা কোনো সচেতন মানুষের কাম্য নয়, কদমতলী এলাকার বাসিন্দা ফরহাদ রহমানকে অপরাধী বানানোর জন্য পত্রিকায় লিখলেও তাতে কেউ সফল হবেন না। বুধবার রাত ১০ টায় কদমতলীর যুব-সমাজ কর্র্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক উপরোক্ত কথাগুলো বলেন,প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,২৬ নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরী,স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির আহবায়ক রেজাউল ইসলাম রেজা,সদস্য সচিব সুমন হোসেন, স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রনেতা শিপু বক্ত, । ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন তার বক্তব্যে বলেন,সাংবাদিকরা জাতির বিবেক,তারা সমাজের অসংগতি,উন্নয়ন,অপরাধ দমনসহ নানা দিক সংবাদপত্রের পাতায় তুলে ধরে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে থাকেন,সাম্প্রতিক সময়ে সাংবাদিকতার মতো মহান পেশার পরিচয়ে সাংবাদিক নামধারী দুবৃত্ত্বরা নানা অপকর্ম করে আসছে,সাংবাদিকতার সুনাম নষ্ঠকারী নীতিহীন এই অপ-সাংবাদিকদের বিরুদ্ধে সাংবাদিকদের সংগঠন কঠোর আইনানুগ ব্যবস্থা করা উচিত। স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির আহবায়ক রেজাউল ইসলাম রেজা বলেন,সমিতির সদস্য ও তরুন সমাজসেবী ফরহাদ রহমানের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার চালিয়ে গোটা সমিতিকে অসম্মান করা হয়েছে, তিনি ফরহাদ রহমানের বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদনের তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানান। প্রেস-বিজ্ঞপ্তি।