হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকায় রুবি আক্তার (১০) নামের এক স্কুল ছাত্রী মৃত্যু পথযাত্রী। সে বহুলা গ্রামের ব্যবসায়ী টেনু মিয়ার কন্যা। সিএনজিসহ চালককে জনতা আটক করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রুবি বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
আহত সুত্র জানায় পেট্রল পাম্প এলাকায় রুবি তার পিতার দোকানের সামনে বসেছিল। এ সময় শায়েস্তাগঞ্জগামী একটি বেপরোয়া সিএনজি তাকে চাপা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ডাক্তার জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক।