• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পদত্যাগ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৬

পারিবারিক সমস্যার কারণে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের দুই নেতা বুধবার দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তারা হলেন,সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম ও মহানগর ছাত্রদলের কার্যকরি কমিটির সদস্য মোঃ রুবেল আহমদ। জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম উপশহর এলাকার আব্দুল হান্নানের পুত্র ও মোঃ রুবেল আহমদ দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়ার আব্দুল খালিকের পুত্র। দুজনেই তাদের পদত্যাগ পত্র জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি,সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করেছেন। উল্লেখ্য এ দুই ছাত্রদল নেতা দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন, পদত্যাগের পর তাদের আর বিএনপি তথা ছাত্রদলের সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে পদত্যাগ পত্রে তারা উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।