• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৫, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক : রাজধানীর শাহবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (০৪ অক্টোবর) দিনগত রাত ৩ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন উড়ালসড়কে এ ঘটনা ঘটে।  নিহতের নাম হাবিব (৩৫)। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাউসার আলী জানান, উড়ালসড়কের ওপর দুই যুবক মারামারি করছিলো। এসময় অপর যুবক হাবিবকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।  ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তারা দুজনেই মাদকাসক্ত ছিল। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।