বড়লেখা প্রতিনিধি ::::
মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক্টর চালক ও ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ৮২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের হাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ফাল্গুনী রেস্টুরেন্টকে ১০ হাজার, বিপুল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার ও বৈশাখী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে আফসানা স্টোরকে ৫ হাজার, কাশেম স্টোরকে ১ হাজার, রুবেল স্টোরকে ১ হাজার এবং পাহাড়ি টিলার মাটি পরিবহণের অপরাধে জামিল হোসেন নামের এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস।