সুনামগঞ্জ প্রতিনিধি :::
সুনামগঞ্জের তাহিরপুরে বহুল আলোচিত আঞ্জু হত্যা মামলায় আরো এক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী এমরান মিয়াকে রবিবার রাতে ঢাকার টঙ্গীর শিল্প এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে । এমরান উপজেলার সুন্দরপাহাড়ি গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
মামলার সুত্রে জানা গেছে, উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের মৃত সুলেমান আলীর ছেলে আঞ্জু মিয়াকে তারই সহোদর কাঁচা মিয়ার দু’ছেলে রহিম ও তার খালাতো ভাই এরশাদ সহ কয়েকজন মিলে ২০০৬ সালের ১৫ নভেম্বর দিনদুপুরে রামদা দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে। সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ সাক্ষ্য- প্রমাণ শেষে ২০১৬ সালের ৭ এপ্রিল এ হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হল, উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের কাঁচা মিয়ার ছেলে আবদুর রহিম, মন্তাজ আলীর ছেলে মহরম আলী, মৃৃত আজিম উদ্দিনের ছেলে জুলহাস মিয়া তার সহোদর এরশাদ মিয়া,ও এমরান মিয়া। দন্ডিত রহিম ও মহরম আলী জেলা কারাগারে থাকার পর গত ৯ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুর মডেল থানা পুলিশের সহযোগীতায় তাহিরপুর থানা পুলিশ এরশাদকে গ্রেফতার করে। এরপর দন্ডপ্রাপ্ত দুই আসামী পলাতক থাকার পর রবিবার রাত ৩টার সময় ঢাকার টঙ্গীর শিল্প এলাকার আটার কলের বিসমিল্লাহ জুয়োলার্স থেকে টঙ্গী থানা পুলিশের সহযোগীতায় তাহিরপুর থানার এসআই মুহিত মিয়া, কনষ্টেবল আনোয়ারুল হক ও আলী হোসেনকে সাথে নিয়ে এমরানকে গ্রেফতার করেন। বিসমিল্লাহ জুয়েলার্সে এমরান বিগত কয়েক বছর ধরে পলাতক থেকে র্স্বণকারিগর হিসাবে কর্মরত ছিল। গ্রেফতারের পর কঠোর নিরাপক্তার মধ্যদিয়ে রাতেই এমরানকে নিয়ে তাহিরপুরের উদ্দেশ্যে পুলিশ রওয়ানা দিয়েছে। তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ এমরানকে গ্রেফতারের বিষয়টি রাত সাড়ে তিনটায় নিশ্চিত করে বললেন, আঞ্জু হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত জুলহাস নামক অপর এক আসামী এখনো পলাতক রয়েছে, আশা করি তাকেও খুব শ্রীঘ্রই গ্রেফতার করতে সক্ষম হবো।