• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জেল হাজত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩, ২০১৬

 সংবাদদাতা :
কানাইঘাটে দর্জি ইমরান হোসেন হত্যা মামলার আসামীী জাহাঙ্গীর আহমদ, মাসুম আহমদকে ৪৮ ঘন্টা পুলিশ রিমান্ডের পর কানাইঘাট থানা পুলিশ  শনিবার তাদের পুনরায় জেল হাজতে প্রেরণ করেছে। ইমরান হোসেন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই জুনেদ আহমদ আদালতে মামলার অধিকতর তদন্ত এবং হত্যাকান্ডের সাথে আর কারা কারা জড়িত রয়েছে তাদের নাম বের করার জন্য ইমরান হোসেন হত্যা মামলার প্রধান আসামী ঘাতক জাহাঙ্গীর আহমদ ও মাসুম আহমদের ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচার তাদের ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ড মঞ্জুর হওয়ার পর আসামী জাহাঙ্গীর আহমদ ও মাসুম আহমদ গত বুধবার থানায় নিয়ে এসে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই জুনেদ আহমদ ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। জুনেদ আহমদ জানিয়েছেন, আসামীদের কাছ থেকে ইমরান হোসেন হত্যাকান্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরো তথ্য উদ্ঘাটনের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে আদালতে।