• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইটিভি রয়্যালস-এর চুক্তি স্বাক্ষর ও দল ঘোষণা  

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক :: ‘মাহা-টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০১৬’ অংশগ্রহণের জন্য একুশে টেলিভিশনের ফুটবল দল ‘ইটিভি রয়্যালস’ এর আনুষ্ঠানিক দল ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে দৈনিক সিলেট সুরমার জিন্দাবাজারস্থ কার্যালয়ে আয়োজিত এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে দলের খেলোয়ারদের নাম ঘোষণা করা হয়। এর আগে দলের খেলোয়াড়বৃন্দ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের নাম ঘোষণা করেন সিলেটের প্রবীন সাংবাদিক বশির উদ্দিন। চুক্তি স্বাক্ষরপর্বে নেতৃত্ব দেন ‘ইটিভি রয়্যালস’ এর ম্যানেজার ও সিলেটের সিনিয়র সাংবাদিক ও দৈনিক মানবজমিন এর বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদ। অনুষ্ঠানে একুশে টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েছ খছরু ছাড়াও ইটিভি রয়্যালস-এর সহকারী ম্যানেজার নেহার রঞ্জন পুরকায়স্থ, মিডিয়া ম্যানেজার আমিনুল ইসলাম রোকন, কো-অর্ডিনেটর বিলকিস আক্তার সুমি, মুহাম্মদ মিজানুর রহমান ও দলের অধিনায়ক মঈন উদ্দিন বক্তব্য রাখেন। টিম ‘ইটিভি রয়্যালস’ : ম্যানেজার-চৌধুরী মুমতাজ আহমদ, সহকারী ম্যানেজার-নেহার রঞ্জন পুরকায়স্থ ও ওহি আলম রেজা, মিডিয়া ম্যানেজার-আমিনুল ইসলাম রোকন, কো-অর্ডিনেটর-বিলকিস আক্তার সুমি ও মুহাম্মদ মিজানুর রহমান। অধিনায়ক-মঈন উদ্দিন, সহ-অধিনায়ক-মোস্তাফিজুর রহমান রুম্মান। খেলোয়াড়- মান্না চৌধুরী, এমদাদুল হক সোহাগ, এফ এ মুন্না, শংকর দাশ, বেলাল আহমদ, মনোয়ার হোসেন লিটন, মানাউবী সিংহ শুভ, মাইস্লাম রাজেশ, অলিউর রহমান, কাইয়ূম উল্লাস, নূরুল হক শিপু।