সুনামগঞ্জ প্রতিনিধি::::
সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতর নাম, মো: বাচ্চু মিয়া । তিনি উপজেলার শ্রীপুর উওর ইউনিয়ন লামকমা পূর্ব পাড়ার মৃত চান্দু মিয়ার ছেলে ও বিএনপির ৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
পুলিশ জানায়, থানার এসআই রফিকের নেতৃত্বে একদল পুলিশ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে একটি জিআর মামলার পলাতক আসামী হিসাবে বাচ্চু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। থানার ওসি শহীদুল্লাহ জানান, গ্রেফতারের পর রবিবার বাচ্চু মিয়াকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করেছেন।