• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কমিটি গঠন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১, ২০১৬

 বিশ্বনাথ প্রতিনিধি :::
সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০১অক্টোবর) বিকেলে নতুনবাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে বার্ষিক সভায় ২০১৬-১৮ সালের কার্যকরি কমিটি গঠন করা হয়। ক্লাবের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল আহাদকে (ইউরোবাংলা) পুনরায় সভাপতি ও মোসাদ্দিক হোসেন সাজুলকে (বিশ্বনাথবার্তা) সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১২সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন (দৈনিক ইনকিলাব/সিলেটবাণী), যুগ্ম-সম্পাদক এনামুল হক মামুন (দৈনিক খোলাকাগজ), কোষাধ্যক্ষ রুহেল উদ্দিন (দৈনিক প্রাইম/বিওবিনিউজ২৪.কম), দপ্তর সম্পাদক শুকরান আহমেদ রানা (সিলটিভি/খবরসবর.কম), প্রচার সম্পাদক আক্তার আহমদ শাহেদ (দৈনিক মানবজমিন/শ্যামল সিলেট), কার্য্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম খায়ের (চ্যানেল-এস ইউকে/সমকাল/কাজিরবাজার/সিলেটটুডে২৪.কম), আশিক আলী (দৈনিক যুগান্তর/যুগভেরী),  খালেদ মাসুদ রনি (বাংলাপেইজ২৪.কম), এম.আর টুনু তালুকদার (মাইটিভি/ সময়ের ডাক.কম) ও ছালেহ আহমদ শান্ত (দৈনিক সিলেট সংলাপ)।