• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : সিলেটে আ’লীগ কাউন্সিলরের মামলা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০১৬

 সিলেট সুরমা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সিলেটে মামলা করেছেন মহানগর আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সাবেক বিএনপি নেতা চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে তিনি এ মামলা করেন। বৃহস্পতিবার দুপুরে সিলেটের কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর রাতে ইরাদ আহম্মদ সিদ্দিকী তার নিজের ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যায় উসকানি দিয়েছেন বলে অভিযোগ করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।