• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর পলায়ন

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০১৬

দক্ষিণ সুরমা প্রতিনিধি :: দক্ষিণ সুরমায় স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী। মারাত্মক আহত অবস্থায় স্বামী বিধান দাস (৪৩) কে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, দক্ষিণ সুরমার জৈনপুর এলাকার তালিব মিয়ার বাসায় ভাড়া থাকেন গোলাপগঞ্জের বাঘা লালনগর এলাকার সুদীপ দাসের ছেলে বিধান দাস। তার স্ত্রীর সাথে পারিবারিক ঝগড়াঝাটি প্রায় লেগেই থাকে। বৃহস্পতিবার ভোরে তাদের ৪/৫ বছরের মেয়ের চিৎকার শুনে আশপাশ বাসার লোকজন এসে দেখেন বিধান দাসের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন। শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে। তার স্ত্রী নিখোঁজ।  তারা দক্ষিণ সুরমা থানায় খবর দিলে পুলিশ এসে বিধানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।  তাকে সেখানে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সাহাবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।