• ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বাসচাপায় মোটর সাইকেলের ২ আরোহী নিহত

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০১৬

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহাসড়কের পুটিজুরী এলাকার মন্ডলকাপন মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত মংলা মিয়ার ছেলে জেবু মিয়া (২৪) ও আব্দুল কাদিরের ছেলে খালিক (২৫)। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগম্বর বাজার থেকে বাড়ি ফিরছিলেন জেবু ও খালিক। পথে পুটিজুরী বাজারের মন্ডলকাপন গ্রামের মসজিদের কাছে পৌঁছালে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  তিনি আরো জানান, দ্বিগম্বর বাজারে বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।