মাধবপুর প্রতিনিধি ::::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে দু পক্ষের সংঘর্ষে আহত ব্যবসায়ী আহাদ মিয়ার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
নিহতের স্ত্রী সৈয়দা চৌধুরী বাদি হয়ে সোমবার (২৬ সেপ্টেম্বর) মাধবপুর থানায় ২১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার ভোরে হত্যার মামলার এজাহার নামীয় আসামী ধনু মিয়াকে গ্রেফতার করেছে।
থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, নিহত ব্যবসায়ী আহাদ মিয়ার স্ত্রী সৈয়দা চৌধুরী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে পুলিশ আন্দিউড়া গ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামী সালামত মিয়ার ছেলে ধনু মিয়া তালুকদারকে গ্রেফতার করে। এর আগে পুলিশ সংঘর্ষে জড়িত থাকার দায়ে একই গ্রামের মোখলেছ মিয়া(৫৫), শাহিন (১৮), আবু তাহের (৫৫) কে গ্রেফতার করে।
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর আন্দিউড়া গ্রামের আহাদ মিয়ার লোকজন ও সাফু মিয়ার লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে আহাদ মিয়া গুরুতর আহত হয়। ২৪ সেপ্টেম্বর রাতে আহাদ মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।