• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

১০ টাকা মূল্যের চাল বিক্রি শুরু

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০১৬

দক্ষিণ সুরমা প্রতিনিধি ::
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জালালপুর বাজারে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মধ্যে এ চাল বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দরিদ্র জনগোষ্ঠির জীবন মান উন্নয়নের অান্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এই সরকারের আমলে দেশে ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। যা বিগত কোন সরকারের আমলেও হয়নি। শেখ হাসিনার দক্ষ পরিচালনার মাধ্যমে অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন গেদা, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান কনট, আব্দুল মালিক, হারুন মিয়া, আনোয়ার হোসেন মেম্বার, সাবেক মেম্বার বশির মিয়া ও নুরুল ইসলাম নূর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম, যুবলীগ নেতা আলী আহমদ, ছাত্রলীগ নেতা আলী হোসেন ইমানী, মির মতিউর রহমান, শাহ মোঃ আব্দুল হাফিজ, হাছান আহমদ, শেখ সুহেল, আব্দুল কাদির প্রমুখ।