• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

চাঁদাবাজি

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০১৬

হবিগঞ্জ প্রতিনিধি :::  হবিগঞ্জের মাধবপুর থেকে চাঁদাবাজীর অভিযোগে এনাম বাহিনীর প্রধান এনাম মিয়া (২৫) ও তার ভাই মোস্তাককে (৪২) আটক করেছে র‌্যাব। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল তাদের দুজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চাঁদার একলক্ষ টাকাও উদ্ধার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এনামের বিরুদ্ধে ০৮ টি মামলা বিজ্ঞ বিচারিক আদালতে বিচারাধীন আছে। তাদের দুজনকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।