• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শাকিল রহমান ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোনীত

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০১৬

ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক, জাতীয়তাবাদী সচেতন ছাত্র ফোরাম সিলেট জেলার সভাপতি শাকিল রহমান সিলেট জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার এক প্রেস রিলিজের  মাধ্যমে কমিটি প্রকাশ করেন। গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। শাকিল রহমানের মূল বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। সিলেটের এই কৃত্বি সন্তান তরুন রাজনীতিবিদ শাকিল রহমানের পড়ালেখার হাতেখড়ি ঐতিহ্যবাহী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। পরে তিনি স্বনামধন্য জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উর্ত্তীণ হন এবং সিলেটের একটি প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে মেধার প্রতিফলন ঘটান।
শাকিল রহমানের এ প্রাপ্তিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, যুক্তরাজ্য বিএনপি, যুক্তরাজ্য যুবদল, জেলা ও মহানগর ছাত্রদল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও সিলেট জেলা ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও মেডিকেল কলেজ ছাত্রদল  নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।