রাজনীতির ধারা ভিন্ন থাকতে পারে। থাকতে পারে ভিন্ন মত । ভিন্ন উক্তি,কিন্তু মন্টু ভাই শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না,ছিলেন শ্রদ্ধা আর ভালবাসায় পরিপূর্ন একজন সাদা মনের মানুষ, মন্টু ভাই নেই, ভাবতে অবাক লাগে,যে মন্টু ভাইয়ের ছিলো রাজপথে সরব উপস্থিতি,মিছিল সমাবেশের সামনের সারিতে ছিলো যার অবস্থান,যে মানুষটির মুখে হাসি ছিল সর্বক্ষণ,সেই মানুষটি আমাদের মাঝে আজ নেই,মন্টু ভাই চলে গেছেন দুরে অনেক দুরে, যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসেনা, মন্টু ভাই ও আসবেন না। রাজপথে শ্লোগান ধরবেননা,ভাই বলে বুকে আলিঙ্গন করবেন না, এই না শব্দের যন্ত্রনা আমাদের তাড়া করে ফিরবে জীবনের বাকিটা সময়, কিন্তু মন্টু ভাইয়ের আচার আচরণ ব্যবহার হাসিমাখা মুখটি ছায়া হয়ে থাকবে রাজপথ কিংবা আমাদের মনের গভীরে। মন্টু ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তিনির শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। লেখক- এম এ মতিন,যুগ্ন-সম্পাদক,সিলেট মহানগর ছাত্রদল।