• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শাহীন স্মৃতি সংসদ

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৬

এক সময়ের রাজপথ কাপাঁনো তুখোড় ছাত্রনেতা তরুন সমাজসেবী ছিলেন শাহিন আহমদ। ২০০২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। শাহিন ছাত্র রাজনীতির পাশাপাশি এলাকার উন্নয়ন ও বিভিন্ন দাবী দাওয়া আদায়ে তৎকালীন সময়ে যুব-সামজের অহংকার হিসেবে পরিচিত ছিলেন। শাহিন আহমেদের মৃত্যুর পর গঠন করা হয়েছিল শাহীন স্মৃতি সংসদ,দীর্ঘদিন এ সংসদের কার্যক্রম চালু থাকলেও সময়ের পালা বদলে  শাহীন স্মৃতি সংসদ’র কার্যক্রমের গতি ঝিমিয়ে পড়ে। বর্তমানে কদমতলী এলাকার আরেক সম্ভাবনাময়ী যুবক সাবেক ছাত্রলীগ নেতা ও ঐতিহ্যবাহী স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের ঐকান্তিক চেষ্ঠায় আবারো শাহীন স্মৃতি সংসদ’র কার্যক্রম পূরোদমে চালু হয়েছে। গতকাল প্রয়াত শাহিন আহমেদের স্মৃত্বির প্রতি সম্মান রেখে পূনরায় শাহীন স্মৃতি সংসদ’র কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে  হামিদুল ইসলাম ফাহাদকে সভাপতি, খাজেদ আহমদকে সাধারন সম্পাদক ও
জাকির আহমদ খোকাকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৬-২০১৭ ইং সনের কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দরা শাহীন স্মৃতি সংসদ’র কার্যক্রম আরো গতিশীল  করবেন বলে আশাবাদি স্থানীয়রা। উল্লেখ্য,শাহিন আহমদ ছিলেন তৎকালীন দক্ষিণ সুরমা থানা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক,প্রয়াত শাহিনের স্মরণে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় শাহীন স্মৃতি সংসদ। প্রেস বিজ্ঞপ্তি।