• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভেজালবিরোধী অভিযান

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৬

গোয়াইনঘাট প্রতিনিধি ::::
সিলেটের জাফলংয়ে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ৪ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন’র নেতৃত্বে জাফলংয়ের মামার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভাই ভাই বেকারিকে ১ লক্ষ টাকা, তামান্না আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা ও একটি করাত কল এবং মুদি দোকানে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, থানার এ.এস.আই নুরে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।