• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক :
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সিলেট কার্যালয় থেকে ৪ দালালকে আটকের পর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নরসিংদী জেলার আব্দুল আজিজের ছেলে আসলামকে ৭ দিনের জেল ও ২শ’ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। এছাড়া অভিযানে কুমিল্লা জেলার মাঝিগাছা ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে আব্দুল আজিজকে ৪শ’ টাকা, নগরীর শেখঘাটের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে শাকিল আহমদকে ৪ দিনের জেল ও ২শ’ টাকা জরিমানা, জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার কসাব আলির ছেলে আবুল হাসেমকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদুল আলম ও অমিত চত্রবর্তী জরিমানা আদায়ক্রমে দু’জনকে ছেড়ে দেন এবং অন্য দু’জনকে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।