সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে চেক ডিজওনার মামলায় দ্বীর্ঘ দিন পালিয়ে থাকার পর ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত’র নাম, আবদুল মন্নাফ ওরফে মন্নাফ মড়ল। সে উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত আছমত মড়লের ছেলে ও চারাগাঁও শুল্ক ষ্টেশনের একজন কয়লা ব্যবসাীয়। পুলিশ জানায়, উপজেলার কলাগাঁও নীজ বাড়ি থেকে পুলিশ বুধবার ভোররাতে কয়লা ব্যবসায়ী মন্নাফকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সুনামগঞ্জ সদর মডেল থানার একটি চেক ডিজওনার মামলায় আদালত থেকে ওয়ারেন্ট জারী করা হলে সে দ্বীর্ঘ দিন পালিয়ে ছিলো।