জাতীয় পার্টি (এরশাদ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা জাপার ৩ বারের সাধারণ সম্পাদক ও ছাত্র ইউনিয়ন সিলেট বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব সৈয়দ আবুল কাশেম মন্টু ও সড়ক দুর্ঘটনায় নিহত লালাবাজার ইউপির নবনির্বাচিত মেম্বার ও শহীদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী এক শোক বার্তায় বলেন, সৈয়দ আবুল কাশেম মন্টু ছিলেন একাধারে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সংগঠক ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাতা সহ উপজেলাবাসীর দাবী-দাওয়া আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর ইন্তেকালে দেশবাসী হারালো একজন বিচক্ষণ রাজনীতিবিদ, দক্ষিণ সুরমা উপজেলাবাসী হারালো একজন অভিভাবককে। তিনি মরহুমের জান্নাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।