• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সপ্নছোঁয়া সমাজ কল্যাণ সংস্হার বৃত্তি পরীক্ষা অনুষ্টিত

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০১৬

সিলেট সদর টুকের বাজার ইউনিয়নের সপ্নছোঁয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৫ম বৃত্তি পরীক্ষা ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টুকের বাজার হাজি অাব্দুস সাত্তার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ২ শিফটে পরীক্ষা অনুষ্টিত হয়। এতে সদর উপজেলার ৪০টি বিদ্যালয় ৪৯৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন। পরীক্ষার হল পরিদর্শন করেন টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান অালহাজ্ব শহিদ অাহমদ, শাহখুরুম ডিগ্রি কলেজের শিক্ষক অাব্দুস শহিদ, টুকের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল দাস, মোল্লারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমেষ চক্রবর্তী, সহকারী শিক্ষক নিকেতন দাস, টুকের বাজার হাজি অাব্দুস সাত্তার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জুনেদ খোরাসানী, সাবেক শিক্ষক অাব্দুল হক, শাহজালাল ইউনিভার্রসিটি স্কুলের শিক্ষক খালেদ অাহমদ কায়েস, অক্সফোর্ড পি- ক্যাডেট জুনিয়র স্কুলের ম্যানেজিং কমিটির পরিচালক মো: ফুলমিয়া, সিলেট জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী গোলাব, টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সভাপতি অাব্দুস সালাম । পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সপ্নছোঁয়া সমাজ কল্যাণ সংস্হার সভাপতি ফখরুল ইসলাম, সহ সভাপতি জাহেদ আহমদ সাধারণ সম্পাদক গাউছুল অালম শিপু,সহ সাধারন সম্পাদক রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক তামান্না বেগম, অর্থ সম্পাদক মো: অালমগীর, সহ অর্থ সম্পাদক নাহিদ, তর্থ ও প্রচার সম্পাদক তানভীর অাহমদ শিমুল, তর্থ ও প্রচার সম্পাদক তানজিল অাহমদ, কার্যকরী সদস্য সোহাদা শিলা, ওয়াহিদা বেগম, সদস্য সৈয়দ শিবলী, সাইদুল ইসলাম সাহেদ, ফাহাদ প্রমূখ।