হাবিব সরোয়ার আজাদ ::::
সুনামগঞ্জের তাহিরপুরে এক বীর মুক্তিযোদ্ধার কলেজ পড়–য়াকে মেয়েকে অপহরণের ঘটনায় পুলিশ ৭ দিন পর ভিকটিমকে উদ্ধার করে থানায় মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটে এক ইউপি সদস্য সহ ৮ জনের বিরুদ্ধে মামলা রেকর্ডভূক্ত করেছে। অপহরণ ও তৎকাজে সহযোগিতার অভিযোগ এনে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ঘাগড়া গ্রামের রেনু মিয়া সহ ৮ জনকে অভিযুক্ত করে মঙ্গলবার এ মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর ঐ মুক্তিযোদ্ধা ৮জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলেও ভিকটিমকে উদ্ধারে পুলিশ তাৎক্ষণিক ভাবে কোন রকম আইনী সহায়তা করেননি বলেও থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুধু এখানেই শেষ নয় ভিকটিমকে উদ্ধারের পর রাতে থানায় নেয়ার সময় ভিটটিমকে ফুসলানোর জন্য ও প্রভাববিস্তারের জন্য ভিকটিমের সাথে অভিযুক্তদের পরিবারের বেশ ক’জন সদস্যও থানা পর্যন্ত গিয়েছেন। তবে থানা পুলিশের দাবী অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসার পর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার থেকে সোমবার রাত ১১ টার দিকে পুলিশ ঐ কলেজ পড়–য়া মেয়েকে উদ্ধার করেছে।
পুলিশ ও অপহৃতার পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা পল্লী চিকিৎসকের বাদাঘাট ডিগ্রী কলেজে পড়–য়া মেয়ে তার বোনের বাড়ি টেকেরঘাটে লাকমায় বেড়াতে গেলে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকা থেকে ১৩ সেপ্টেম্বর ঈদুল আযহার দিন বাদাঘাট ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেনু মিয়ার পরিবারের লোকজন অপহরণ করে নিয়ে আসে। ১৫ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা তার মেয়ের অপহরণের অভিযোগ এনে বাদাঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রেনু মিয়া সহ ৮ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।ঐ মুক্তিযোদ্ধার দাবী এর আগে ৭ সেপ্টেম্বর ইউপি সদস্য রেনু মিয়ার গুনধর পুত্র হাকিকুল ইসলাম সাত স্ত্রী থাকার পরও তার কলেজ পড়–য়া মেয়েকে যৌন হয়রানী করলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নিব্রাহী ম্যাজিষ্ট্রেট তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। ঐ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রভাশালী ইউপি সদস্য তার লোকজন দিয়ে কলেজ পড়–য়া মেয়েটিকে অপহরণ করিয়ে ইউপি সদস্য রেনু মিয়া নীজ বাড়ি ঘাগড়া গ্রামে ও অন্যান্য আত্বীয় স্বজনের বাড়িতে ৭দিন জিম্মি করে রেখে নানা কৌশল অবলম্বন করে। থানার ওসি মো. শহীদুল্লাহ মঙ্গলবার বেলা ১টার দিকে মুক্তিযোদ্ধার কলেজ পড়–য়া অপহৃত মেয়েকে উদ্ধার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।