• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামি গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে গ্রেনেড মামলার পলাতক আসামি হরকাতুল জিহাদ (হুজি) সদস্য আবু ওবায়দা হারুনকে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দিবাগত রাতে রাতে ফেনী শহরের ট্রাংক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আবু ওবায়দা হারুন ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের আবু তৈয়ব মাওলানা ওরফে গোলাম কিবরিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত আবু ওবায়দা হারুন ২০০৪ সালে সিলেটে তত্কালীন বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় দুটি হত্যা ও একটি বিস্ফোরণসহ ৭টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।