দিরাই প্রতিনিধি ::::
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর হাওরে বজ্রপাতে শামীম আহমদ (৪৫) ও তারা মিয়া (৩৫) নামে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে মাটিয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাঁশ কেনার উদ্দেশ্যে মাটিয়াপুর গ্রামের ওই দুই ব্যবসায়ী একটি নেৌকা নিয়ে বের হন। সকাল সাড়ে ৭টার দিকে নৌকাটি হাওরে থাকা অবস্থায় বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তারা। খবর পেয়ে স্বজনরা বেলা সাড়ে ৯টার দিকে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেন। দিরাই থানার ওসি মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেছে।”