সিলেট সুরমা ডেস্ক :
হজের ফিরতি ফ্লাইটে শিডিউল বিপর্যয় এখনো কাটেনি। প্রতিটি ফ্লাইটই আসছে নির্ধারিত সময়ের দুই থেকে তিন ঘণ্টা পরে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজিদের। গতকাল সোমবার বেলা পৌনে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ভোগ পোহাতে হয় তাদের। তবে সোয়া একটার দিকে গাড়ি ও মোয়াল্লেম এলে হাজিরা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। হাজিরা অভিযোগ করেন, ঢাকায় অবতরণের পর লাগেজ পেতে তাদের অনেক সময় লাগছে। এতে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।