স্টাফ রিপোর্টার :
রাগীব আলী সহ পলাতক অন্যান্য আসামীর নামে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত । গতকাল সোমবার দুপুরে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু এ আদেশ প্রদান করেন ।
আদালত সূত্রে জানা যায়, তারপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি প্রতারণার মাধ্যমে দখল ও ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির দুটি মামলায় পলাতক আসামীদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত । একইসঙ্গে মামলায় শিল্পপতি রাগীব আলীসহ পলাতক থ্কাা আসামীদের অনুপস্থিতেই মামলার কার্যক্রম শুরুরও নির্দেশ দেওয়া হয়েছে।একই সঙ্গে স্মারক জালিয়াতি মামলার অপর আসামী ও তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ গুপ্তকে স্থায়ী জামিন প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ঐ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এডভোকেট মাহফুজুর রহমান ।
উল্লেখ্য, গত ১০ আগস্ট রাগীব আলী, তাঁর পুত্র, কন্যা, জামাতা সহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন থেকে আত্মগোপনে চলে যায় রাগীব আলী পরিবার। এরপর কোন এক সময়ে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে তারা ভারত পালিয়ে যান। রাগীব আলীর ভারতে পালিয়ে যাওয়ার তথ্যটি আগেই প্রশাসনের দায়িত্বশীলরা নিশ্চিত করেছেন।