• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিদ্যুতের তারে জড়িয়ে স্কুল ছাত্রের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০১৬

কমলগঞ্জ প্রতিনিধি ::::
মৌলভীবাজারের কমলগঞ্জে মক্তবে যাওয়ার সময় গ্রামের একটি মুরগির খামারের তারে বিদ্যুতায়িত হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) ভোরে শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে আবুল হাসান চৌধুরীর মুরগির খামারে এ ঘটনা ঘটে। জানা যায়, রোববার ভোর সাড়ে ৬টায় কেছুলোটি গ্রামের তাজুদ আলীর একমাত্র ছেলে কেছুলোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র শাওন আফরোজ (৯) আরবি পড়তে স্থানীয় মক্তবে যাচ্ছিল। পথিমধ্যে আবুল হাসান চৌধুরীর (লিটন) মুরগির খামারের কাছে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্র শাওন মারা যায়। খামার মালিক দ্রুত শাওনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবজ্যোতি সিংহ তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ১ ভাই ও ১ বোনের মধ্যে শাওন বড়। একমাত্র ছেলেকে হারিয়ে শাওনের মা-বাবা এখন পাগলপ্রায়। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে খামার মালিক সরাসরি কোনো কথা না বললে তার স্বজনরা জানান, বন বিড়ালের উপদ্রবের কারণে সম্প্রতি মুরগির খামার ঘরের বাইরে বৈদ্যুতিক তার ছড়িয়ে রাখা হয়েছিল। সেই আর্থিং করা তারে জড়িয়ে ছাত্রটি দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে।