দৈনিক সিলেটের ডাক’র সিটিপি অপারেটর, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের মহানগর শাখার যুগ্ম সম্পাদক ও সুরমা বয়েজ ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গত সোমবার ইলেক্ট্রিক সাপ্লাই যুবসমাজের উদ্যোগে বিদ্যুৎ অফিসের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। তারা যে কোন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারে। এ জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। রেজওয়ানের উপর হামলাকারীদের কঠোর শাস্তি দাবি করেন। বক্তারা অবিলম্বে সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার আহবান জানান।
ইলেক্ট্রিক সাপ্লাই যুবসমাজ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে আরিফ আহমদের সভাপতিত্বে ও এহসান আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুহেল ইসলাম, রাসেল আহমদ, আব্দুর রহিম, মো. ইউসুফ আলী, রাজিব আহমদ, ইব্রাহিম ইসলাম, আশিকুর রহমান, রাকিব আহমদ, আশিকুল ইসলাম, সজিব আহমদ, রবিউল ইসলাম, আব্দুল্লাহ, ফয়েজ আহমেদ, শাহ আলিম, সাগর, সাকিব, হাব্বান প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ জুলাই দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে রেজওয়ান আহমদ সন্ত্রাসীদের হাতে আহত হন। -বিজ্ঞপ্তি