বিনোদন ডেস্ক:::: ডেঙ্গু ধরা পড়েছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালনের। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পরেই তার এই অসুখ ধরা পড়েছে। চিকিৎসকেরা তাকে ১০ থেকে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন। কিছুদিন আগেই ‘কাহানি-২’ সিনেমার শুটিং শেষে দেশে ফিরেছিলেন বিদ্যা। তার ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা গেছে গত সপ্তাহের বৃহস্পতিবার তার এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
এদিকে শাহিদ কাপুরের বাসাতেও দেখা দিয়েছে মশার উপদ্রব। তার বাসার চতুর্থ তালায় এবং সুইমিং পুলে মশার বাসস্থান পাওয়া গেছে। মুম্বাইয়ের মিনিউসিপল সংস্থার স্বাস্থ্য বিভাগ শাহিদ কাপুরকে নোটিশও পাঠিয়েছেন। গতকাল দুপুরে ৫ জন কর্মকর্তা শাহিদ-এর বাসভবন ‘প্রানিতা’ তে অভিজান চালায়। এরপর তাদের পক্ষ থেকে রাজান নারিঞ্জকার এক বিবৃতিতে বলেন, “ আমরা তাদের বাসায় অভিযান চালিয়ে চতুর্থ তালায় গাছের টব এবং পেট্রিডিশে জমে থাকা পানি পেয়েছি। এছাড়া শাহিদ কাপুরের পরিত্যক্ত সুইমিং পুলেও মশার প্রাদুর্ভাব দেখতে পেয়েছি। উভয়কেই নোটিশ দেয়া হয়েছে।”