• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ শিশু নিহত, আহত ১৫

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০১৬

শাহাদ উদ্দিন দুলাল ::: সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জের কায়স্থগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটমুখী বাসটি কায়স্থগ্রামে এসে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ২ শিশু হয়। নিহতরা দুই শিশু গোলাপগঞ্জের গোয়াসপুর গ্রামের কয়েছ মিয়ার মেয়ে শুভা (১০) ও তনিমা (৬)। গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) মীর আব্দুন নাসের  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  “ঘটনার পর হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে ২ শিশুর মৃত্যু হয়েছে।” ওসি জানান , বাসটি পুলিশের আওতায় থাকলেও  চালক পালিয়ে গেছে।