• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নিখোঁজ

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০১৬

সিলেটে দীর্ঘ ২মাস ধরে ৬সন্তানের জনক এক কানাডীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। তার কোন সন্ধ্যান পাচ্ছেন না পরিবারের সদস্যরা। এব্যাপারে নিখোঁজের স্ত্রী আয়শা সিদ্দিকা গতকাল শনিবার (১৭সেপ্টেম্বর) সিলেট কোতোয়ালি মডেল থানায় ৯৬৭ নং সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরীতে নগরীর হওয়াপাড়াস্থ দিশারী ৬৯/১, বাসার বাসিন্দা আয়শা সিদ্দিকিা জানান, তার স্বামী  মাসুম আহমদ কোরেশী বাংলাদেশী বংশদ্ভুত কানাডীয় নাগরিক। গত ১৬জুলাই রাত সাড়ে ১১টায় বর্তমান ঠিকানার  বাসা থেকে নিখোঁজ  রয়েছেন। এসময় তার গায়ে সাদা পাঞ্জাবী, মাথায় টুপি ও মূখে দাড়ি ছিল। তাঁর কানাডীয় পাসপোর্ট নং-কিউএফ ৮৪২৮৯৯।নিখোজের পর থেকে তার মোবাইল ফোন-০১৮৩৯-৯৫৭৯৮১ বন্ধ রয়েছে। অনেক অনুসন্ধান চালিয়ে  অদ্যাবধি তার কোন সন্ধ্যান না পাওয়ায় তিনি এ সাধারণ ডায়েরী করেছেন। তাঁর স্বামী কানাডীয় নাগরিক মাসুম আহমদ কোরেশীকে খোঁজে বের করতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।