• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভিত্তিপ্রস্থর স্থাপন

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০১৬

প্রবাসীদের অর্থায়নে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একতা একাডেমি উচ্ছ-মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় এ ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্টান অনুষ্টিত হয়।
অনুষ্টানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও একতা একাডেমি স্কুল এর প্রধান শিক্ষক মো. শাহিন আহমদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষা-অনুরাগী  তরুন সমাজ সেবক লন্ডন প্রবাসী মো. ইমাম হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার ও দক্ষিণসুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো. আইয়ুব হোসেন,  মুক্তিযুদ্ধা মো. সিদ্দেক আলী, সমাজসেবক মো. আশিক মিয়া,  মো. ফয়জুল ইসলাম মো. আমির হোসেন, মো. ছাদেক আহমদ, একতা একাডেমির ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. এনাম আহমদ, সরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ইসমাইল আলী, সাবেক ছাত্রনেতা যুব সংগঠক মো. ছালেহ আহমদ, মোগলাবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্দ্যোক্তা মো. পাপলু আহমদ দুলাল, একতা একাডেমীর সহকারী শিক্ষক ইমরান আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. শফিকুর রহমান চৌধুরী, মো. মকবুল আলী, মো. ইলিয়াছুর রহমান এলাইছ,  মো. আহমদ আলী, মো. রোম্মান আহমদ,  মো. কাইয়ুম আহমদ, মো. ঈব্রাহিম  আলম নেওয়াজ, মো. খলিল মিয়া. মো. সাহেদ আলী, মো. জুবেল আহমদ, মো. জিলান আহমদ, সৈয়দ রাহিন আহমদ, এছাড়া স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।