স্টাফ রিপোর্টার ::: লন্ডনী পাত্রের সাথে চিনি পানের ১০ দিনের মাথায় সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় মোটর সাইকেল থেকে পড়ে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সুজাতা বেগম (২৬) খাদিমপাড়া ৭নং রোডের ৪ নং বাসার মিনা ভিলার মৃত মকসুদ মিয়ার মেয়ে। তিনি ব্রিটেন থেকে পরিচালিত সাম্পান ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের মামা ইকবাল হোসেন জুয়েল জানান, ১০/১২ দিন আগে লন্ডনী একটি ছেলের সাথে সুজাতার বিয়ের চিনি পান সম্পন্ন হয়। চিনিপানের পর বর গত বৃহস্পতিবার লন্ডন গেছেন পরিবারের সদস্যদের দেশে নিয়ে আসার জন্য। এরই মধ্যে মারা গেল তার হবু স্ত্রী সুজাতা।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে একটি অনুষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় মোটর সাইকেল থেকে পড়ে যান সুজাতা। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের ৪ তলার ৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাতে তার মৃত্যু হয়। ইকবাল হোসেন জুয়েল জানান, তাদের অনেক আত্মীয়-স্বজন লন্ডনে অবস্থান করছেন। তারা দেশে আসার পর শনিবার তার দাফন সম্পন্ন হবে। সকালে বিমানবন্দর থানার এসআই আতিক লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এসএমপির বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, এক মোটর সাইকেলে সুজাতা, তার বান্ধবী ও বান্ধবীর স্বামী ইলেকট্রিক সাপ্লাই পৌঁছার পর হঠাৎ পেছন থেকে পড়ে যান। এতে তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার পর ভাই মাহবুবুর রহমানের কাছে ঘটনার বর্ণনা দেন সুজাতা। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।