• ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মেয়ে হয়ে জন্মানো ছিল তার অপরাধ !

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: তার অপরাধ ছিল মেয়ে হয়ে জন্মানো! তাই জন্মের পরই রাতের অন্ধকারে বাসস্টপের ধারে তাকে ফেলে দেয়া হল। আর সেখানেই কয়েক ঘণ্টার মধ্যেই তাকে টেনে, হিঁচড়ে ছিঁড়ে খেলো একদল কুকুর!
এমন লোমহর্ষক আর নির্মম ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদ শহরের বিকারাবাদ বাস স্ট্যান্ডে।
রোববার (১১ সেপ্টেম্বর) সবে মাত্র ভোরের আলো ফুটেছে। জেগে উঠছে হায়দরাবাদ শহর। শহরের বিকারাবাদ বাস স্ট্যান্ডে একটা-দুটো করে লোক আসতে শুরু করেছে। তখন হঠাৎই তারা একটি শিশুর চিৎকার শুনতে পান।
কী হয়েছে দেখতে গিয়ে শিউরে ওঠেন তারা। এক দল কুকুর একটি সদ্যোজাত শিশুকে ছিঁড়ে খাচ্ছে। তারা কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন। তবে কুকুর তাড়াতে সক্ষম হলেও ততক্ষণে সব শেষ। বাঁচানো যায়নি শিশুটিকে।
পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। সদ্যোজাত শিশুটি কিভাবে সেখানে এলো, কে বা কারা তাকে সেখানে ফেলে গেল- তা তদন্ত করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাতে দুই মহিলাকে ওই বাস স্ট্যান্ডে দেখা গিয়েছিল। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের ধারণা, কন্যাসন্তান হওয়ার কারনেই শিশুটিকে ফেলে গেছে কেউ।