• ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৭ জঙ্গি নিহত

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: ভারত শাসিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দুটি পৃথক বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ৭ জঙ্গি নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, রাজ্যের কুপওয়ারা জেলায় রোববার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে চার জঙ্গি নিহত হয়। পুঞ্চ জেলার একটি সরকারি অফিসে হামলার চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যও নিহত হয়। সেনা মুখপাত্র এনএন জোশি বার্তা সংস্থা এএফডপি’কে বলেন, রোববার কুপওয়ারার ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী কার্যত সীমান্ত অতিক্রম করার চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ৪ জঙ্গি নিহত হয়। (বাসস)