• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রযোজক সংস্থার প্রতারণায় নিঃস্ব নাট্যনির্মাতা ফুরুখ

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০১৬

বিনোদন ডেস্ক::::::: প্রযোজক সংস্থার প্রতারণায় টাকা খুইয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এক নাট্য নির্মতা। আর এস প্রোডাকশন নামের এই সংস্থা তাকে দিয়ে নাটক নির্মাণ করে তা টিভিতে প্রচার করলেও তার চুক্তিকৃত পাওনা বুঝিয়ে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জি এম ফুরুখ নামের এই নির্মাতা। এ নিয়ে তিনি দ্বারে দ্বারে ঘুরছেন কিন্তু কোন ফল পাচ্ছেন না। প্রতারক প্রোডাকশনের লোকজন প্রভাবশালী থাকায় মামলাও নিচ্ছে না থানা পুলিশ। বরং তাকে নানা ভাবে নির্যাতন করে দেশছাড়া করে দিয়েছে এই চক্রটি। এ নিয়ে তিনি সিলেট কতোয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।  অভিযোগ নাট্য নির্মাতা জি এম ফুরুখ দাবী করেন, ২০১২ সালে স্বপ্নলন্ডন নামে ৬০ পর্বের একটি ধারাবাহিক নির্মাণ করেন তিনি। এই নাটকটি আরটিভিতে প্রচারের জন্য আর এস প্রোডাকশন চুক্তি করে তার সাথে। ৬০ লক্ষ টাকা চুক্তির বিনিময়ে ধারাবাহিকের বেশ কটি পর্ব বিভিন্ন সময়ে প্রচারও হয় আরটিভির পর্দায়। প্রচারের আগে এই টাকা পরিশোধের কথা ছিলো আর এস প্রোডাকশনের। এ নিয়ে ফুরুখকে চেকও প্রদান করা হয় প্রোডাকশন থেকে। কিন্তু ধারাবাহিক প্রচারের পর কিছু টাকা দিলেও বাকি টাকা বুঝে পাননি তিনি। একাধিকবার ব্যাংকে গেলেও তাকে প্রদানকৃত চেকগুলোও পাশ হয়নি। ফুরুখের দাবী বিষয়টি তিনি আর এস প্রোডাকশনের রফিকুল ইসলামকে জানালে বিজ্ঞাপনের টাকা আসলে তার টাকা পরিশোধ করবেন বলে জানান। এভাবে সময় অতিবাহিত করতে থাকেন রফিকুল। এক সময় টাকার জন্য রফিককে চাপ দিলে তিনি টাকা আরটিভির প্রধান নির্বাহী আশিক রহমান ও অনুষ্ঠান প্রদান রফিক সাহেবকে দিয়ে দিয়েছেন বলে জানান। ফুরুখ তাদের কাছে গেলে কোন সুরাহা পাননি। একসময় রফিক চক্রটি তাকে টাকা দেবে না বলে জানিয়ে দেয়। তখন ফুরুখ আদালতে মামলা দায়ের করলে রফিক তাকে নানভাবে হয়রানী করতে শুরু করে। একসময় তার স্ত্রী সন্তানকে আটকে রেখে ফুরুখকে মামলা তুলে নিতে বাধ্য করে। তাকে কয়েকবার রাস্তায় আটকিয়ে নির্যাতন করে বলেও অভিযোগ করেন ফুরুখ। তিনি দাবী করেন এক পর্যায়ে রফিকরা তার বাসায়ও হামলা চালায়। বাসার আসবাবপত্র ভাংচুর করে সেন্সরকৃত নাটক চলচ্চিত্রের ফুটেজও লুট করে নিয়ে যায়। একসময় তাদের নির্যাতন এমন পর্যায়ে যায় যে, তাকে দেশ ছেড়ে পালাতে হয়। একজন নাট্য নির্মাতা হিসেবে তার পাওনা টাকা ফেরত পেতে আর টিভি কর্তৃপক্ষের কাছে মানবেতর আবেদন জানিয়েছেন ফুরুখ।