• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৬

নবীগঞ্জ প্রতিনিধি ::::: নবীগঞ্জ শহরতলীর ছালামতপুর এলাকা থেকে শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে আধা কেজি গাজাসহ শেলীনা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় শেলীনার কথিত স্বামী মাদক সম্রাট নিজাম উদ্দিন দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক আইনে দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের মৃত কনা মিয়া’র ছেলে মাদক সম্রাট নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। সূত্র জানায়, ওই এলাকার ব্র্যাক অফিস সংলগ্ন একটি ভাড়াটিয়া ঘরে স্টেশনারী, চা ও ভাঙ্গারী ব্যবসার অন্তরালে ইয়াবা, হিরোইন ও গাজা ব্যবসার পাশাপাশি এলাকার আলোচিত পতিতা শেলীনা বেগমকে স্ত্রী দাবি করে দেহ ব্যবসা চালিয়ে আসছে। এতে ওই এলাকার যুব সমাজ বিপথগামীসহ পরিবেশ বিনষ্ট হয়ে আসছে। তাদের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে গ্রামবাসীও চরম অতিষ্ঠ হয়ে উঠে। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুল বাতেন খান’র নির্দেশে শনিবার রাত আড়াইটার দিকে এস.আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ভাড়াটিয়া দোকানে হানা দেয়। এসময় মাদক সম্রাট ও ওই এলাকার ত্রাস নিজাম উদ্দিন দৌড়ে পালিয়ে যায়। পুলিশ নিজামের কথিত স্ত্রী শেলীনা বেগমকে আটক করে। এ সময় ঘর তল্লাশি করে প্রায় আধা কেজি পরিমাণের গাজা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এস.আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী বাদী হয়ে পলাতক মাদক সম্রাট নিজাম ও ধৃত শেলীনা বেগমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।