• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জোরপূর্বক ধর্ষণ

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৬

স্টাফ রিপোর্টার:::: বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে নগরীর টিলাগড় এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় নিখোঁজ তরুণীকেও উদ্ধার করা হয়। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার ও যুবককে গ্রেফতার করে র‌্যাব।
আটক যুবক মো. সেনুর মিয়া (২৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ফাইলগাঁও গ্রামের মো. মাখন মিয়ার পুত্র। র‌্যাব সূত্রে জানা যায়, নগরীর মেজরটিলার জাহানপুর এলাকার বাসিন্দা ওই তরুণী গত ৪ সেপ্টেম্বর সকাল থেকে নিখোঁজ হন। এ ঘটনায় শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরিও করে নিখোঁজ তরুণীর বাবা, যার পরিপ্রেক্ষিতে তদন্তে নামে র‌্যাব। র‌্যাবের অনুসন্ধানে জানা যায়, তরুণীর সাথে সেনুর মিয়ার মোবাইল ফোনে পরিচয় ছিল। নিজ বাড়িতে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে বাড়ি থেকে পালিয়ে যাবার জন্য প্ররোচিত করে। পরে তাকে নিয়ে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে আত্মীয় স্বজনের বাড়িতে বিবাহ বহির্ভুতভাবে একত্রে অবস্থান করে। এ সময় মেয়েটি বিয়ের চাপ প্রদান করলেও তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে জোরপূর্বক আটকে রাখা হয়। শুক্রবার মেয়েটিকে একটি মাইক্রোবাসযোগে বিয়ের কথা বলে সিলেটে নিয়ে আসলে র‌্যাব-৯ এর গোয়েন্দা এই বিষয়টি জানতে পারে এবং রাত আনুমানিক ৯টার দিকে টিলাগড় ইকোপার্ক এলাকা থেকে তরুণীকে উদ্ধার করে র‌্যাব-৯ এর বিশেষ একটি দল। জিজ্ঞাসাবাদে ওই তরুণী বিস্তারিত ঘটনা জানায় এবং সেনুর মিয়ার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করে। এ ঘটনায় অভিযুক্ত সেনুর মিয়া তরুণীর লিখিত এজাহারের ভিত্তিতে স্বীকারোক্তি প্রদান করলে তাকে গ্রেফতার হিসেবে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয় বলে জানা র‌্যাব।